হাজীগঞ্জ ডিগ্রি কলেজের চারতলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলা উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। রোববার (১৮ জুন) বিকালে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদের সার্বিক তত্ত্বাবধানে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক আনম মফিজুর রহমান। এর আগে অধ্যক্ষের নেতৃত্বে প্রধান অতিথি মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান মজিব মোস্তফা কামাল মজুমদার, আবু তাহের প্রধানীয়া প্রমুখ।
এ সময় কলেজ পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন রতন, অধ্যাপক স্বপন কুমার পাল, মো. আব্দুল মান্নান, মোহাম্মদ আবুল হাসেম, এনায়েত করিম ইসহাক, শামসুজ্জামান মুন্সী, মো. শুকু মিয়া, উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্সহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.