কোনভাবেই দমানো যাচ্ছেনা পাকিস্তানের সাবেক প্রধামন্ত্রী পিটিআই দলের প্রধান, সাবেক কাপ্তান ইমরান খানকে। এবার তাই পাকিস্তানের নির্বাচন কমিশন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সোমবার এই পরোয়ানা জারি করা হয় বলে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।
পরোয়ানায় বলা হয়, পাকিস্তানের নির্বাচন কমিশনের কার্যক্রমের অবমাননা করেছেন ইমরান খান। এর আগেও তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছিল, কিন্তু তলব করার পরও তিনি নির্ধারিত সময়ে কমিশনের শুনানিতে উপস্থিত হতে ব্যর্থ হন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণের পর ইমরান খানের নামে সন্ত্রাসবাদসহ ১৫০ টিরও বেশি মামলা করা হয়েছে।
৭০ বছর বয়সী রাজনীবিদ ইমরানের বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘অশালীন ভাষা ও অবমাননাকর মন্তব্য’ করার অভিযোগও আনা হয়।
ইমরানের দল পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সোমবার রাতে তাদের টুইটার অ্যাকাউন্টে গ্রেপ্তারি পরোয়ানার একটি ছবি পোস্ট করে। টুইটে বলা হয়, পাকিস্তানের নির্বাচন কমিশনের নোটিশটি ইমরান খানের বাসভবনে পাঠানো হয়েছে। নোটিশটি গ্রহণ করেছেন আইনি দলের সদস্য আইনজীবী রায় মুহাম্মদ আলী।
নির্বাচন কমিশন ইমরান খানকে মঙ্গলবার শুনানিতে হাজির হতে অনুরোধ করা হয়েছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, ইমরান খানকে গ্রেপ্তার করে মঙ্গলবার নির্বাচন কমিশনের সামনে হাজির করার জন্য রাজধানীর পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে গত মে মাসে ইমরানকে দেশটির কর্তৃপক্ষ একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছিল, যা সারা দেশে মারাত্মক অস্থিরতার সৃষ্টি করে। এ ঘটনায় কয়েকদিনের মধ্যেই জামিনে মুক্তি পান তিনি।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.