“সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে গৃহীত স্কীম বাস্তবায়নে ভিক্ষুকদের মাঝে এককালীন অনুদান ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপরে হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে ২জন ভিক্ষুকের হাতে উপকরণ তুলে দেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহমান, চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, সহকারি পরিচালক মো. মিয়া ফিরোজ আহম্মদ।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন।
পুনবার্সনকারীদের মধ্যে পৌরসভাধীন টোরাগড় গ্রামের ভিক্ষুক মো. খোকন মিয়াকে একটি ভ্যানগাড়ী, ১০ হাজার টাকার বিভিন্ন রকমের কাঁচামাল ও একটি ওজন মাপার মেশিন প্রদান করা হয় এছাড়াও পালিশারা গ্রামের প্রতিবন্ধী মো. মাসুদ মিয়াকে ব্যাটারী চালিত একটি অটো রিক্সা দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.