চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) নির্বাচনী এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা শুরু করা উপলক্ষে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি উয়েসীয়া দরবার শরীফ ইমামুত্ব ত্বরীক্বত আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মদ বোরহানুদ্দীন উয়েসী (রাঃ) এর মাজার জিয়ারত, এবং মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (এসি মিজান)।
শুক্রবার (২০ অক্টোবর) মতলব উত্তরের ফরাজীকান্দি উয়েসীয়া দরবার শরীফের মাসজিদুল ফাতেমা-তুজ-জোহরায় জুম্মার নামাজ আদায়ের পর তিনি এ মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারতকালে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন নেদায়ে ইসলাম ফরাজীকান্দি উয়েসীয়া দরবার শরীফের মাসজিদুল ফাতেমা-তুজ-জোহরার খতিব মাওলানা মুহাম্মদ জাকারিয়া। মাজার জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান (এসি মিজান) বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, ইজরায়েল যেভাবে হাসপাতাল হামলা করেন তা নিন্দনীয়।
সামনের জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এবং তার নিজের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখতে গিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আগামী ডিসেম্বর অথবা জানুয়ারীর প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন। কেননা শেখ হাসিনা বেঁচে থাকলে আর ক্ষমতায় থাকলে আরো এগিয়ে যাবে দেশ। শেখ হাসিনা আজকে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যা সারা বিশ্বে প্রশংসীত। দেশের জনগণ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম, পৌর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল হক, ফরাজীকান্দি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আবদুর রব, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, উপজেলা যুবলীগ নেতা রমিজ উদ্দিন শিশির, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রবিউল্লাহ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরে আলম মুরাদ, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, যুবলীগ নেতা আলম শামসুজ্জামান’সহ বিভিন্ন ইউনিয়নের থেকে আগত বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন, ফরাজীকান্দি আল-আমিন এতিমখানার এতিমদের সাথে মধ্যাহ্নভোজে অংশ গ্রহন করেন। এ ছাড়াও জহিরাবাদ ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের নিজ বাড়িতে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা থেকে আগত দলীয় নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় করেন মিজানুর রহমান (এসি মিজান)।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.