মতলব উত্তরের মেঘনা নদীতে মাছ শিকার করতে যাওয়ায় ১৩ জেলেকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ। ২০ অক্টোবর শুক্রবার সকালে মেঘনা নদীতে মোহনপুর নৌপুলিশ ষ্টেশন এলাকায় দিবাকালীন মা-ইলিশ রক্ষা ও সংরক্ষণ অভিযান ডিউটি করাকালে মতলব উত্তর থানাধীন আমিরাবাদ থেকে ষাটনল এলাকার মেঘনা নদীতে কারেন্ট জাল দিয়ে কয়েকজন, জেলেকে মাছ ধরিতে দেখিতে পাইয়া ধাওয়া করিলে ইঞ্জিন চালিত নৌকা যোগে পালানোর প্রাক্কালে ১৩ জন জেলেকে আটক করেন।
আটককৃতরা হলো মো. জিলানী (২৮), মো. রিপন মিয়া (১৯), মো. আমির (২৩), মো. আল আমিন, মো. জিয়াদ হোসেন, সফিকুল ইসলাম, মো. রমজান আলী, মো. রাকিব, মো. বাচ্চু মজুমদার (৫০), মোক্তার হোসেন, মো. আনিছ বাঘ (২৮), মো. চাঁন বাদশা (৩২)।
মোহনপুর নৌপুলিশ ষ্টেশনের ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চলছে। সেই সেই অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীর আমিরাবাদ থেকে ও ষাটনল এলাকা থেকে দুটি অভিযানে ১৩ জেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে এবং জেলহাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.