ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, ২০১৮ সালের নির্বাচন ইসলামিক ফ্রন্ট দেখতে চাইনা।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আমরা একটি স্বচ্ছ নির্বাচন চাই।
২০১৮ সালের মতো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশে, সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না।
বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে এক জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন মিয়াজির সভাপতিতে ও মাস্টার দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন হেলালী, সৈয়দ মাহমুদ শাহ, ডক্টর এসএম হুজ্জাতুল্লা, আল্লামা নাজমুল হক আখন্দ, স ম হামেদ হোসাইন, এইচএম মুজিবুল হক সাকুর, এম ওয়াহেদ মুরাদ, যুব ফ্রন্ট কেন্দ্রীয় আহবায়ক এম মনির হোসাইন, চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আল্লামা আবুল হাশেম মিয়াজী, এডভোকেট ইমদাদুল হক পাটোয়ারী, ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সভাপতি শেখ ফরিদ মজুমদার, জেলা নেতা মাস্টার হেলাল আহমেদ ইউসুফ হাসান মাহমুদী, মঞ্জুর আলম পাটোয়ারী প্রমূখ।
জনসভা শেষে চেয়ার মার্কা প্রতীকের সমর্থনে হাজিগঞ্জ বাজারে মিছিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.