হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা শ্রমিক লীগের আয়োজনে রোববার (২৯ অক্টোবর) বিকালে প্রতিষ্ঠাবাষির্কী কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে জাতীর জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
এরপর হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ একটি কমিউনিটি সেন্টার এন্ড রেষ্টুরেন্ট উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন রানার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. শুকুর আলম গাজীর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, সাবেক ছাত্রনেতা সত্যব্রত ভদ্র মিঠুন ওপৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা।
এ সময় অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ, সাবেক ছাত্রনেতা সোহাগ আহমেদ মাইনু, নাজমূল আহসান নয়ন, কাজী শাহিদুজ্জামান ঝুটন, এবায়েদুর রহমান খোকন বলিসহ উপজেলা ও বিভিন্ন শ্রমিক লীগের নেতৃবৃন্দ। বক্তব্য শেষে শ্রমিক লীগের নেতৃবৃন্দকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মনির হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক শেখ মনির, অর্থ-সম্পাদক ফখরুল ইসলাম মজুমদার, শ্রমিক লীগ নেতা আবু ইউছুফ, অনারারি ক্যাপ্টেন হাজী সফিকুর রহমান, মো. জসিম, আহসান হাবীব খোকন, রুশদী হাসান, সুমন মিয়াজী, মো. মিন্টু মিয়া, কামাল হোসেন ভুইয়া, সেকান্তর পাটওয়ারী, মো. আনিছুর রহমানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.