বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের ডাকা হরতালের মধ্যে হাজীগঞ্জ থেকে আভ্যন্তরণী সব ধরণের যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো। তবে আন্তঃজেলা কোন বাস চলাচল করেনি।
রোববার সকালে শহরের দেখাগেছে সবকিছুই স্বাভাবিক। শহরের সড়কগুলো সিএনজি, রিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা এবং শিক্ষার্থীরা সকল থেকে তাদের নিজ নিজ বিদ্যালয়ে যাচ্ছেন।
শহরের গুরুত্বপূর্ণ স্থান পশ্চিম বাজার বিশ^রোড, মধ্যবাজার পূর্ব বাজার কোথাও বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের নেতাদের মাঠে দেখা যায়নি। তবে সকালে উপজেলার এনায়েতপুর ও টোরাগড়ে সড়কে টায়ার জ¦ালিয়ে আগুন ধরিয়ে দেয় ছাত্রদলের কয়েকজন কর্মী।
এদিকে সকাল থেকেই হাজীগঞ্জ বাজারে দফায় দফায় হরতাল বিরোধী মিছিল করে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বির নেতৃত্বে ছাত্রলীগ।
সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ হেলালউদ্দিন মিয়াজী ও সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দীনের নেতৃত্বে হরতার বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আ. রশিদ জানান, ভোর থেকেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে। আমরা কোন ধরণের সন্ত্রাসী কার্যক্রম হতে দিব না।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.