মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সেন্দ্রা বাজারে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকালে সেন্দ্রা বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সমাবেশ বক্তব্য রাখেন, বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজিব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের, সাবেক ছাত্রলীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক ইয়াছিন পাটওয়ারি রাজন প্রমুখ।
ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শাহ নেওয়াজ শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ইউনিয়ন উন্নয়ণ সমন্বয় কমিটির আহবায়ক শাহ এমরান হোসেন বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক রোটা. জাফর আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল, ইউপি সদস্য হাসান খাঁ, ৬নং ওয়ার্ড আ’লীগ সভাপতি খোরশেদ মল্লিক।
এছাড়াও উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. রব, সাধারণ সম্পাদক সুমন কর্মকার, ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ফরহাদ হোসেন, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুম গাজী, ৭নং ওয়াডে যুবলীগের সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক শাহপরান, শাখাওয়াত, সাব্বির অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিএনপির ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে মঙ্গলবার সকালে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সেন্দ্রা বাজারে বিএনপির নেতা-কর্মীরা গাড়ী চলাচলে বাঁধা দেয়। সেখানে আওয়ামী লীগের নেতারা শান্তি সমাবেশের উদ্দেশ্যে উপস্থিত হলে তাদের উপর অতর্কিত হামলা করে বিএনপির নেতা-কর্মীরা।
এতে সাবেক ছাত্রনেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আহসান হাবিবসহ বড়কুল পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মজুমদার খোকন, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুম গাজী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক শাহনেওয়াজ শরীফ আহত হয়। এর মধ্যে গুরুতর আহত আলাউদ্দিন মজুমদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.