ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া ॥
কচুয়ায় প্রান্তিক পর্যায়ের কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি মৌসুমের প্রনোদনা কর্মসূচির আওয়াতায় পরিষদ মিলনয়াতনে ১ হাজার ৯৫জন কৃষকের মাঝে জনপ্রতি ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং গম,ভট্টা,সরিষা,পিঁয়াজ,মশুরডালের বীজ বিতরণ করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,কৃষি অফিসার কৃষিবিদ মেজবাহউদ্দিন,সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রওনক আরা রতœা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, মহিলা আওয়ামী লীগের আহবায়ক সালমা শহিদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.