হাজীগঞ্জ বাজারের পর উপজেলার অন্যতম বড় বাজার হচ্ছে ‘বাকিলা’। যা উপজেলার বাকিলা ইউনিয়নের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশেই অবস্থিত। বাজারের কোথাও ময়লা ফেলার সুনির্দিষ্ট স্থান ও ডাষ্টবিন না থাকায় ড্রেনসহ যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলছেন ব্যবসায়ী ও পথচারীরা।
এতে দিনের পর দিন ময়লা এবং বৃষ্টির পানি জমে থাকার কারণে সৃষ্টি হয়েছে মশা ও মাছির আবাসস্থল। যেন ড্রেনে মশার চাষ হচ্ছে! একারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী, পথচারীসহ সাধারন মানুষকে। অথচ এবছর ডেঙ্গু রোগে উল্লেখযোগ্য হারে মানুষের প্রাণহানীর ঘটনা ঘটছে। যা এর আগে এতো মানুষের মৃত্যু হয়নি।
তাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দায়িত্বশীলদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। যাতে ড্রেনে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণসহ নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা হয়। ছবিটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল ধরের ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদক : মোহাম্মদ হাবীব উল্যাহ্
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.