চাঁদপুরের হাজীগঞ্জে বড়কুল পূর্ব ইউয়িনের দু’কৃতি সন্তান ৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারশি প্রাপ্ত হয়েছেন। তারা হলেন বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ বড়কুল গ্রামের মো. হাবীবউল্যাহ ভূইয়ার ছেলে বিএম হাসান মাহমুদ ও বড়কুল উত্তর গ্রামের মরহুম লিয়াকত আলীর ছেলে কামরুল হাসান।
বিএম হাসান মাহমুদের বাবা হাজীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা মো. হাবীবউল্যাহ ভূইয়া জানান, হাসান হাজীগঞ্জ দারুল উলুম আহমাদীয়া কামিল মাদরাসা থেকে দাখিল ও চট্রগ্রাম জামেয়া আহমেদিয়া সুন্নীয়া আলিয়া মাদরাসা থেকে পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। পরবর্তীতে ১৪-১৫ সেশনে ইকোনোমিকসে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ভর্তি হওয়ার সুযোগ পায়। সেখান থেকে কৃতিত্বের সাথে শিক্ষাজীবন শেষে করে। ৪৪তম বিএসএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে সুপারশি প্রাপ্ত হয়েছেন।
তিনি জানান, আমার ৪ ছেলে ও ১ মেয়ের মধ্যে হাসান মাহমুদ দ্বিতীয়। ছোট বেলা থেকেই তার লেখাপড়ার প্রতি আগ্রহ ছিলো। বর্তমানে সে সিলেটে শাহজালাল ইসলামী ব্যাংকে অফিসার পদে চাকরী করছে।
অপর দিকে বড়কুল উত্তর গ্রাম থেকে বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হওয়া মরহুম লিয়াকত আলীর ছেলে কামরুল হাসান ছোটকালেই বাবাকে হারিয়েছে। সে বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ২০১৬-২০১৭ সেশনে ঢাকা বিশ^ বিদ্যালয়েল প্রাণী বিদ্যা সেকশানে ভর্তি হয়। সেখান থেকে শিক্ষা জীবন শেষে করে।
বিসিএস ক্যাডারে উত্তীর্ণ বড়কুল ইউনিয়নের দু’ কৃতি শিক্ষার্থী তাদের গৌরাবান্বিত অর্জনের জন্য বাবা-মা, শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।