হাজীগঞ্জে বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিদ্যালয়ের সভাপতি রিফাত জাহানকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২ জুলাই) বেলা ১১টার দিকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান শিক্ষক মো. আব্দুল হকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সংর্বধিত অতিথি রিফাত জাহান। বিশেষ অতিথি হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. হাসান মাহমুদ, সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল মোতাল্লেব ভঁইয়া, সিনিয়র শিক্ষক মো. আনোয়ার হোসেন।
এসময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইমান হোসেন, মানিক চন্দ্র পাল, মো. হাসানুজ্জামান, মো. ইয়াকুব আলী, মো. ফরহাদ হোসেন, মাধুরী নাথ, খালেদ মাহমুদ, মো. সাইফুল ইসলাম’সহ অন্যান্য অতিথি ও শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান মতলব দক্ষিণ উপজেলায় বদলী হয়েছেন।