জুলাই পুর্নজাগরনে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ (ভার্চুয়াল), সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতা মানবিক দর্শন বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, চাঁদপুরের হাজীগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শনিবার (২৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে তারা ভার্চুয়ালী কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে শপথ পাঠ করান, সমাজকল্যান, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শারমিন এস মুরশিদ। সমাজকল্যান মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই জুলাই যোদ্ধাসহ দেশের সকল শহীদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এসময় বক্তব্য রাখেন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন শেষে অনুষ্ঠিত আলোচনায় সভায় সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের উপস্থাপনায় সভায় আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ।
বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বিএম কলিমুল্লাহ মিলন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মজুমদার পরান, হাজীগঞ্জের শহীদ রাসেল বকাউলের বড় ভাই ক্বারী রুহুল আমিন, জুলাই মঞ্চের উপজেলা যুগ্ম আহবায়ক জাহিদ হাসান টিটু, জুলাই কন্যা খাদিজা আক্তার শ্রাবণী।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আবব্দুল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আনজুমান ভানু, উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী মো. শহিদুল্লাহ কাউসারসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনে হাজীগঞ্জের শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।