চাঁদপুর শহরের একমাত্র খেলাধূলার জন্যে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ বৃষ্টি এবং অপ্রয়োজনীয় কাজে ব্যবহার হওয়ায় বর্তমানে ব্যবহার অনুপযোগী হয়ে পরেছে। সাধারণ মানুষ এবং শিশু-কিশোরদের খেলাধূলায় ব্যবহার করতে চাঁদপুর জেলা প্রশাসন সংস্কার কাজের জন্যে প্রকল্প অনুমোদন করেছেন। শীর্ঘই এ কাজের বাস্তবায়ন করা হবে জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
জেলা প্রশাসক বলেন, সত্যি কথা বলতে চাঁদপুর শহরে শিশু-কিশোরদের খেলাধূলার মাঠের অভাব রযেছে। পুরো শহরে একটিই মাঠ রয়েছে যেখানে সর্বস্থরের শিশু-কিশোররা খেলাধূলা করে থাকে। বর্তমান সময়ে বৈরি আবহাওয়া ও রক্ষণাবেক্ষণের অভাবে খেলার মাঠটি খেলাধূলার জন্যে পুরো অনুপযোগী হয়ে পরে।
ডিসি বলেন, শহরের সাধারণ মানুষ এবং শিশু-কিশোরদের কথা চিন্তা করে মাঠটি সংস্কার করতে আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি। ইতিমধ্যে আমরা এই সংস্কার কাজের জন্যে ৩৫ লাখ টাকা বরাদ্দ পেয়েছি। অতিশীর্ঘই এ কাজের বাস্তবায়ন করা হবে।
তিনি আরো জানান, কাজের অংশ হিসেবে মাঠের চারদিকে দেয়াল করে দেয়া হবে। যেখানে হকারসহ বিভিন্ন অস্থায়ী থাকতে দেয়া হবে না। এছাড়াও মাঠকে খেলাধূলার উপযোগী করতে বিভিন্ন সংস্কার কাজ করা হবে।