চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব কাজী নুরুর রহমান বেলাল।
উপস্থিত অতিথিদের হাত দিয়ে প্রায় ১,২০০ জন শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়। এতে অংশ নেন ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদেক এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ কামাল হোসেন চৌধুরী।