হাজীগঞ্জ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিএমটি শাখায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুয্যাম্মেল হুসাইন সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
তিনি শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, যারা ধৈর্য ধরে,অনেক সময় নিয়ে কাজ করে জীবনে তারা অনেক বড় হয়। তোমাদের জন্য শুভকামনা। তোমরা এখান থেকে জীবন গড়ো। মা-বাবা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে। তেমনি আমরাও তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা এখানে পড়ে ভালো মানুষ হও,পরিবার,দেশ ও সমাজের কাজে লাগো, এটুকুই কামনা।
এসময় আরো বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ, অভিভাবাক আনম মফিজুর রহমান, সহকারী অধ্যাপক নাজমা আক্তার, মো. শাহজাহান সরকার, মো. মাকছুদুর রহমান, মো. বেলাল হোসেন, মো. এয়াছিন মিয়া, মো. সেলিম মিয়া, সামছুন্নাহার শিরিন, প্রভাষক মো. আতিকুর রহমান, তানজিনা আফরিন, বিকাশ চক্রবর্তী প্রমুখ।
প্রভাষক মো. মাসুদুর রহমান ও মো. কামরুল হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন। এদিকে নবীণ বরন উপলক্ষে কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকতের নেতৃত্বে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।