চাঁদপুর সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমাকে ফুল দিয়ে বরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মোঃ শাহজাহান খানের নেতৃত্বে সংগঠনের নেতারা নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সবুজ খান, অ্যাডভোকেট মোঃ মামুন, আব্দুল হাই লাভলু, আলমগীর হোসেন বন্দুকশী, সাইফুদ্দিন সালেহ, মুহাম্মদ হানিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময় শেষে ইউএনও জামিউল হিকমা বলেন,উপজেলা প্রশাসন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আমি একজন সরকারি কর্মচারী হিসেবে এখানে দায়িত্ব পালন করতে এসেছি। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। এজন্য সকল মহলের সহযোগিতা প্রয়োজন। আমরা যেন জনগণের সেবায় নিয়োজিত থাকতে পারি এবং কোনো ধরনের অন্যায় কাজে সম্পৃক্ত না হই, সে বিষয়ে আপনাদের সহযোগিতা চাই। সরকারি কর্মকর্তা যে-ই আসুক না কেন, আমরা মানুষ হিসেবে দায়িত্বশীলতার সাথে কাজ করে যাব।