ঢাকা 1:43 pm, Wednesday, 17 September 2025

চাঁদপুরে ২১ তম ডিসিকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২২ সেপ্টেম্বর

অবশেষে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ২১ তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। দীর্ঘদিন ক্রীড়াঙ্গনের স্থবিরতা কাটিয়ে উঠতে বল মাঠে গড়াতে যাচ্ছে। আগামী ২২শে সেপ্টেম্বর থেকে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হবে।

রবিবার ১৪ সেপ্টেম্বর দুপুরে এ উপলক্ষে জেলা প্রশাসক চাঁদপুর এর সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ২১ তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে

ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের সভায় প্রতিযোগিতার বাইলজ ও লটারীর মাধ্যমে খেলার ফিকশ্চার চূড়ান্ত করা হয়। দুইটি গ্রুপে ৪ টি করে দল নকআউট পদ্ধতিতে খেলায় অংশ নিবে। আগামী ২২ সেপ্টেম্বর বিকাল ৩টায় ফরিদগঞ্জ উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদ একাদশ উদ্বোধনী খেলায় অংশ নিবে।

২৩ সেপ্টেম্বর হাইমচর ও শাহরাস্তি,২৪ সেপ্টেম্বর মতলব উত্তর ও কচুয়া, ২৫ সেপ্টেম্বর চাঁদপুর সদর ও হাজীগঞ্জ উপজেলার সাথে খেলবে।২৬ ও ২৭ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। অক্টোবর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান।

ডিসিকাপ ফুটবল টুর্নামেন্ট এবারের আসরে ক গ্রুপে – শাহরাস্তি,হাজিগঞ্জ, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলা। অপরদিকে খ গ্রুপে রয়েছে চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর ও ফরিদগঞ্জ উপজেলা।

সভায় উপস্থিত ছিলেন ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ফুটবল কমিটির সভাপতি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মো.আফাজ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি,ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন,মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন, হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইবনে আল জায়েদ হোসেন,হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, ক্রীড়া সংগঠক অ্যাড. নুরুল আমিন আকাশ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য (এডহক কমিটি) মুহাম্মদ সালাহ উদ্দিন খান।

এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের খেলাধুলা হারিয়ে যাচ্ছে। খেলাধুলার জাগরন দরকার। অনেকদিন যাবত এখানে খেলাধুলা নেই।খেলাধুলা না থাকলে কিশোর তরুণ যুব সমাজ বিপথগামী হবে। এবার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি।এর আগে সাঁতার প্রতিযোগিতা হয়ে গেলো।জেলা প্রশাসক এই ফুটবল টুর্নামেন্টের সফল সমাপ্তিতে ক্রীড়া সংশ্লিষ্ট সহ সকলের সহযোগিতা কামনা করেন।

জেলা ক্রীড়া সংস্থার অফিসিয়াল কর্মকর্তা দিলীপ সরকার জানান, প্রতিটি দলে উপজেলার স্থানীয় মোট ১৮ জন খেলোয়াড় রেজিষ্ট্রেশন করতে পারবে। দীর্ঘদিন পর চাঁদপুর স্টেডিয়ামে ডিসিকাপ ফুটবলকে কেন্দ্র করে জেলার ফুটবল অনুরাগীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

চাঁদপুরে ২১ তম ডিসিকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২২ সেপ্টেম্বর

চাঁদপুরে ২১ তম ডিসিকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২২ সেপ্টেম্বর

Update Time : 01:42:21 pm, Wednesday, 17 September 2025

অবশেষে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ২১ তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। দীর্ঘদিন ক্রীড়াঙ্গনের স্থবিরতা কাটিয়ে উঠতে বল মাঠে গড়াতে যাচ্ছে। আগামী ২২শে সেপ্টেম্বর থেকে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হবে।

রবিবার ১৪ সেপ্টেম্বর দুপুরে এ উপলক্ষে জেলা প্রশাসক চাঁদপুর এর সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ২১ তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে

ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের সভায় প্রতিযোগিতার বাইলজ ও লটারীর মাধ্যমে খেলার ফিকশ্চার চূড়ান্ত করা হয়। দুইটি গ্রুপে ৪ টি করে দল নকআউট পদ্ধতিতে খেলায় অংশ নিবে। আগামী ২২ সেপ্টেম্বর বিকাল ৩টায় ফরিদগঞ্জ উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদ একাদশ উদ্বোধনী খেলায় অংশ নিবে।

২৩ সেপ্টেম্বর হাইমচর ও শাহরাস্তি,২৪ সেপ্টেম্বর মতলব উত্তর ও কচুয়া, ২৫ সেপ্টেম্বর চাঁদপুর সদর ও হাজীগঞ্জ উপজেলার সাথে খেলবে।২৬ ও ২৭ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। অক্টোবর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান।

ডিসিকাপ ফুটবল টুর্নামেন্ট এবারের আসরে ক গ্রুপে – শাহরাস্তি,হাজিগঞ্জ, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলা। অপরদিকে খ গ্রুপে রয়েছে চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর ও ফরিদগঞ্জ উপজেলা।

সভায় উপস্থিত ছিলেন ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ফুটবল কমিটির সভাপতি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মো.আফাজ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি,ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন,মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন, হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইবনে আল জায়েদ হোসেন,হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, ক্রীড়া সংগঠক অ্যাড. নুরুল আমিন আকাশ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য (এডহক কমিটি) মুহাম্মদ সালাহ উদ্দিন খান।

এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের খেলাধুলা হারিয়ে যাচ্ছে। খেলাধুলার জাগরন দরকার। অনেকদিন যাবত এখানে খেলাধুলা নেই।খেলাধুলা না থাকলে কিশোর তরুণ যুব সমাজ বিপথগামী হবে। এবার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি।এর আগে সাঁতার প্রতিযোগিতা হয়ে গেলো।জেলা প্রশাসক এই ফুটবল টুর্নামেন্টের সফল সমাপ্তিতে ক্রীড়া সংশ্লিষ্ট সহ সকলের সহযোগিতা কামনা করেন।

জেলা ক্রীড়া সংস্থার অফিসিয়াল কর্মকর্তা দিলীপ সরকার জানান, প্রতিটি দলে উপজেলার স্থানীয় মোট ১৮ জন খেলোয়াড় রেজিষ্ট্রেশন করতে পারবে। দীর্ঘদিন পর চাঁদপুর স্টেডিয়ামে ডিসিকাপ ফুটবলকে কেন্দ্র করে জেলার ফুটবল অনুরাগীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।