চাঁদপুর সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা এস, এম, এন, জামিউল হিকমার সাথে নবগঠিত চাঁদপুর সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিচিতি ও ফুলেল শুভেচছা বিনিময় করেন নেতৃবৃন্দ।
এসময় চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ তাফাজ্জল হোসেন, অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদি, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও সদর বিএনপির সাবেক দপ্তর মোঃ শরিফ হোসেন খান।
উল্লেখ, গত মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর চাঁদপুর সদর উপজেলার নব যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা এস, এম, এন, জামিউল হিকমা দায়িত্ব গ্রহন করে কার্যক্রম শুরু করেন। তিনি ইতিপূর্বে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।