‘শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন’ এই প্রতিপাদ্যে চাঁদপুরের হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার (৫ অক্টোবর) সকালে অনুষ্ঠিত র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম।
এসময় কলেজ শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখে, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক পাটওয়ারী, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম, সহকারী অধ্যাপক মোহাম্মদ সেলিম মিয়া, ও মোহাম্মদ রাশেদ গাজী।
মাদ্রাসা শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, রাজারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আনিসুর রহমান, বেলচোঁ কারিমাবাদ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মিজানুর রহমান আশ্রাফী, ছাহেলাবাদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ছগীর হোসেন।
মাধ্যমিক শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দীপক চন্দ্র দাস, সাধারণ সম্পাদক আনম মাহবুব এলাহী, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান পাটওয়ারী, টঙ্গিরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাঈল হোসেন সর্দার, বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন।
প্রাথমিক শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার, বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তার। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু বকর, গীতা থেকে পাঠ করেন, উচ্চঁঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপিকা পাল।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী ও সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসানের যৌথ উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য শেষে র্যালী অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার কলেজ, মাদ্রসা ও প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।