হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ তাজকিরাতুল উলূম তাহফিজুল কোরআন মাদরাসায় হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে হাফেজ শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে দেন, প্রধান অতিথি চাঁদপুরের মমিনপুর মাদরাসার পরিচালক মাও. রাশেদ বীন মোহসীন ও বিশেষ অতিথি উজানী মাদরাসার শিক্ষা সচিব মাও. নোমান হোসাইন।
তাজকিরাতুল উলূম তাহ্ফিজুল কোরআন মাদরাসার প্রতিষ্ঠা পরিচালক হাফেজ ক্বারী মো. বেলাল হোসাইনের সার্বিক ব্যবস্থাপনায় পাগড়ি ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে পবিত্র কোরআন মাজিদ থেকে ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেন, প্রধান অতিথি ও বিশেষ অতিথি। এসময় মাদরাসা ও শিক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন, প্রধান অতিথি মাও. রাশেদ বীন মোহসীন।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, মো. জাহিদুল ইসলাম, মো. মোজাহেদুল ইসলাম, মো. আমিনুল ইসলাম, মো. ফারদিন ইসলাম, মো. হাসিব, মো. তানভীর হোসেন, মো. রেজাউল করিম, আফনান, মো. সিয়াম-২, ইফাত, মো. আব্দুল্লাহ, মো. আবু সাঈদ, মো. রাফি এবং ইসলামী সংগীত পরিবেশন করেন, মো. মাহমুদুল হাসান ও মো. সিয়াম-১।
অনুষ্ঠানে অতিথি হিসেবে মো. রফিকুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ, সুধীজন, সাংবাদিক, মাদরাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তাজকিরাতুল উলুম তাহ্ফিজুল কুরআন মাদরাসার প্লে, নার্সারি থেকে পঞ্চম এবং নাজরা বিভাগ ও হেফজ বিভাগের শিক্ষার্থীরা হিফজুল কুরআন’সহ বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে মাদ্রসার প্রশংসা কুড়িয়েছে। অত্র মাদরাসায় আবাসিক, অনাবাসিক, ডে কেয়ার ভর্তি চলছে।
Reporter Name 























