চাঁদপুরের কচুয়ায় ভোক্তা অধিদপ্তর ও যৌথ বাহিনীর অভিযানে পঁচা ও বাসি এবং মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রয়ের দায়ে বিভিন্ন হোটেলে, ঔষধের ফার্মেসি, বে-সরকারি হাসপাতাল ও খাবার তৈরির বেকারীসহ ৮টি প্রতিষ্ঠানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮টি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযানে কচুয়া উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর আহসান উল্লাহ, হাজীগঞ্জ-কচুয়া আর্মি ক্যাম্পের সেনা সদস্য ও কচুয়া থানা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।
জরিমানাকৃত প্রতিষ্ঠান গুলো হচ্ছে, ডুমুরিয়া রয়েল বেকারি ২০ হাজার টাকা, কচুয়া বিশ্বরোড এলাকার তৃপ্তি হোটেল এন্ড মিনি চাইনিজ ২০ হাজার টাকা, বনফুল হোটেল এন্ড রেস্টুরেন্ট ১০ হাজার, সৌদিয়া হোটেল ১০ হাজার ও নিউ জাহাঙ্গীর হোটেল ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিনে কচুয়া সিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারসহ মোট ৮ টি প্রতিষ্ঠানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥ 



















