আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) চাঁদপুর ২ (মতলব উত্তর-দক্ষিন) সংসদীয় আসনে মোহাম্মদ আব্দুল কাদিরকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
৩০ শে নভেম্বর ২০২৫ জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার প্রার্থীতার ঘোষণা করেন দলটি সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
মোঃ আব্দুল কাদির একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে স্থানীয়ভাবে সুপরিচিত। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফতেপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মতলবগঞ্জ জে,বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, মতলব সরকারি ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, সরকারি কবি নজরুল কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম,বি,এ করেছেন।
প্রার্থিতা ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় কাদির বলেন, মানুষের ভাগ্য উন্নয়নে ও আইনের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমি কাজ করতে চাই। দল আমাকে মনোনয়ন দিয়েছে, ইনশাআল্লাহ আমি জন সেবায় নিজেকে নিয়োজিত করিব। পরিশেষে তিনি সকলের দোয়া এবং ভোট কামনা করেছেন।
সফিকুল ইসলাম রিংকু 






















