চাঁদপুরের হাজীগঞ্জে পরিত্যাক্ত পুকুর থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ৯৯৯ কল পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশের এসআই সায়েম সঙ্গীয় ফোর্স এ মরদেহ উদ্ধার করে।
শুক্রবার দুপরে দ্বাদশগ্রাম ইউনিয়নের চাপাতলি গ্রামে মেয়ে পেয়ারা বেগমের বাড়ীতে বেড়াতে এসে দুপর বেলায় নিখোঁজ হন ফুলমতি বেগম (৭৫)। শনিবার সকালে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের নাসিরকোট গ্রামে বিলের মধ্যের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফুলমতি বেগম মতলব দক্ষিণ উপজেলার উত্তর উপাদি উপজেলার উপাদি গ্রামের মৃত আশরাফ আলী মিয়াজীর স্ত্রী। তার ২ মেয়ে এক ছেলে। দীর্ঘ দিন ধরে মানষিক রোগী ছিলেন ফুলমতি বেগম। তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো।
নিহত নারীর মেয়ে পিয়ারা বেগম জানান, পাশের চাপাতিয়া গ্রামের আমার বাড়িতে গত ৭ দিন আগে মাকে নিয়ে আসি। শুক্রবার দুপুরে মাকে গোসল করিয়ে রোদে বসিয়ে আমি অন্য কাজে গেলে মাকে আর খুঁজে পাইনি। মাকে না পেয়ে আমি বিকালে এলাকায় মাইকিং করাই। রাতভর কোন খোঁজ খবর পাইনি। সকালে ফেইজবুকে খবর পেয়ে এসে দেখি মা পুকুরে মরে পড়ে আছে। তিনি আরো বলেন, আমার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য এরশাদ মিয়া জানান, স্থানীয়রা সকালে জানান, বিলের মধ্যে কাঁদা মাটিতে বড় একটি পুতুল পড়ে আছে। খবর পেয়ে ৎসুক জনতা পুকুর পাড়ে ভিড় করে। এসে দেখি একজন বৃদ্ধ নারীর মরদেহ। পরে ৯৯৯ কল দিলে পুলিশ আসে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল জব্বার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিকেল পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিনিধি ॥ 





















