আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, একটু কষ্ট করে অপেক্ষা করুণ, রুপপুর পারমাণবিক কেন্দ্র চালু হলে আমরা বিদ্যুৎ রপ্তানি করবো। শনিবার (২২ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত সিনিয়র কৃষিবিদদের এক সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, আন্তর্জাতিক সংকটের কারণে আমরা বর্তমানে লোডশেডিংয়ে নিমজ্জিত। আমরা ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ রপ্তানি করবে বাংলাদেশ। এর জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে।
আ.লীগের এই নেতা বলেন, ২০২৩ সাল সংকটের বছর হতে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী কোনো জিনিস গোপন রাখেন না। তিনি মানুষকে প্রস্তুতি নিতে বলেছেন। প্রতি ইঞ্চি জায়গা কাজে লাগাতে বলেছেন। অনুষ্ঠানে দেড় সহস্রাধিক প্রবীণ কৃষিবিদ অংশ নেন। অনুষ্ঠানে দেড় সহস্রাধিক প্রবীণ কৃষিবিদ অংশ নেন