বিশেষ প্রতিনিধি:
বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে হাজীগঞ্জ সুহিলপুর এবিএস ফাযিল ডিগ্রি মাদ্রাসায় পাঠ্যপুস্তক উৎসব পালিত হয়েছে।
রোববার (১ জানুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসা মাঠে আনন্দঘন পরিবেশে জাতীয় সঙ্গীত গেয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন, মাদ্রাসার সকল শিক্ষক ও গভর্নিংবডির সদস্য বৃন্দ।
এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও অভিভাবকদের মাঝে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুর রহিম। বিদ্যোৎসাহী সদস্য মো.জাহাঙ্গীর আলম কাজল।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নুরহোসাইন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, সাবেক অধ্যক্ষ ও বিদ্যোৎসাহী সদস্য মাওলানা মো. ছিফাতউল্যাহ, গর্ভনিংবডির সদস্য মো. ইউসুফ আলী, মো. খোরশেদ আলম, মো. কবির হোসেন, যুবলীগ নেতা রাসেল পাটওয়ারী প্রমূখ।