এবারো চাঁদপুর জেলার শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) পাশাপাশি জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন, হাজীগঞ্জ থানার মো. রেজাউল করিম মামুন।
রোববার (১৫ জানুয়ারী) দুপুরে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মিলন মাহমুদের কাছ থেকে সম্মামনা ক্রেস্ট গ্রহণ করেন। এ নিয়ে তিনি নবমবারের মতো জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, মো. রেজাউল করিম মামুন তার কর্মদক্ষতার সাথে ডিসেম্বর -২০২২ইং মাসে জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন। এর পাশাপাশি তিনি ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তাও নির্বাচিত হয়েছেন।
এ নিয়ে তিনি চাঁদপুরে দ্বায়িত্ব পালনকালীন সময়ে বিভিন্ন ক্যাটাগরিতে নবমবারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
এক প্রতিক্রিয়ায় মো. রেজাউল করিম মামুন, অফিসার ইনচার্জের (ওসি) প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তিনি বলেন, স্যারের (ওসি) সার্বিক দিক-নির্দেশনায় এবং সহকর্মীদের সহযোগিতায় আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি।
এ সময় তিনি ভবিষ্যতে তার দায়িত্ব পালনকালীন সময়ে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন