‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাজীগঞ্জে ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২ মার্চ) দিবসটি পালিত হয়।
এদিন সকালে উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিনের নেতৃত্বে উপজেলা নির্বাচন অফিস থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে করা হয়। র্যালিটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ ভোটারেরা।
এ সময় উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজালাল, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।