চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পৃথক দুটি স্থানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে সাবেক পৌর ছাত্রলীগের সেক্রেটারি ও আওয়ামী লীগের এক সাবেক কমিশনারকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে মতলব বাজারের এনএএম টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামির শ্বশুরবাড়ি থেকে সাবেক পৌর ছাত্রলীগের সেক্রেটারি মোঃ মাহবুব আলম রাসেল ওরফে ‘ব্লাক রাসেল’ (৩৪) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাহবুব আলম রাসেল মতলব দক্ষিণ পৌর ছাত্রলীগের সাবেক সেক্রেটারি। তার পিতা মোঃ ইদ্রিস ব্যাপারি। তিনি মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ বাইশপুর সরকার বাড়ির স্থায়ী বাসিন্দা।
এদিকে একই দিন রাত আনুমানিক ২টার দিকে মতলব পৌরসভার ১নং ওয়ার্ডে আরেকটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিজ বাসা থেকে সাবেক কমিশনার ও আওয়ামী লীগ নেতা মোঃ আবুল বাসার পারভেজ (৪৭) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল বাসার পারভেজ মৃ’ত জহিরুল ইসলাম মিয়াজের ছেলে। তিনি উত্তর বাইশপুর মিয়াজী বাড়ির বাসিন্দা।
গ্রেফতারের পর উভয় আসামিকেই মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স’ন্ত্রাসবিরোধী ও না’শকতা সংক্রান্ত মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
উল্লেখ্য, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতলব দক্ষিণ উপজেলায় যৌথ অভিযান জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সফিকুল ইসলাম রিংকু 






















