মোহাম্মদ উল্যাহ বুলবুল॥
হাজীগঞ্জে বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি রোটা. জাফর আহমাদ।
তিনি সভাপতির বক্তব্যে বলেন, আজ যে পুরস্কারর তোমরা পেয়েছো তা প্রতিযোগিতার মাধ্যমে অর্জন করতে হয়েছে। সে রকম ভাবে লেখাপড়া মাধ্যমে ভালো কিছু অর্জন করবে। তোমাদের কাছে তা আশা করি। এ বিদ্যালয়টি আগে ঝরাঝির্ণ অবস্থা ছিলো। বিদ্যালয়ে নতুন ভবন হয়েছে। সুতরাং লেখাপড়ার মান বাড়াতে হবে।
তিনি বলেন, আমাদের মাননীয় সাংসদ সদস্য মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি মহোদয়ের সহযোগিতায় স্কুলের উন্নয়ণ করতে সমর্থ হয়েছি।
বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, অভিভাবক সদস্য মুকবুল হোসেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 























