হাজীগঞ্জে জামিনে এসে বাদী হত্যার হুমকী দেয়ার অভিযোগ উঠেছে আসামী পক্ষের বিরুদ্ধে। বাদীর বসতভিটায় হামলা করে ঘরও ভাংচুর করেছে ওই আসামীরা।
এ ঘটনায় হত্যার হুমকী ও বসত ভিটায় হামলার অভিযোগে ৬ মার্চ হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী মো. ফারুক হোসেন।
ফারুক হোসেন পৌরসভাধীন ১০নং ওর্য়ার্ডের মৃত হারুনুর রশিদের ছেলে।
ফারুক হোসেনের উপর হামলকারী তারই আপন ভাই মো. আকবর হোসেন (৪০), তার স্ত্রী তাসলিমা বেগম, আকবর হোসেনের ছেলে পারভেজ।
মামলার বাদী ফারুক হোসেন জানান, ৪ মাস পূর্বে আমি বাড়ীতে বিল্ডিং করার সময় মালামালের গাড়ীর সাথে ধাক্কা লেগে আমার ভাই আকবর হোসেনের একটি বাঁশের খুঁটি ভেঙ্গে যায়। এতে আমার ভাই আমার স্ত্রী আকলিমা ও ঘরের কাজের মিস্ত্রীদের মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় আমার স্ত্রী আকলিমা গুরুতর আহত হলে তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করি। পরে আদালতে মামলা করি। এ ঘটনায় মামলায় পুলিশ তাদেরকে আটক করে। আটকের পর তারা জামিনে এসে আবারো আমার বাড়ী ঘরে হামলা ও পেট্রোল দিয়ে জ¦ালিয়ে দেয়ার হুমকী দেয়। তারা আমাকেও প্রাণ নাশের হুমকী প্রদান করেন।
ফারুক হোসেন বলেন, আমার আপন ভাই আকবার আমাকে বিভিন্ন সময় হত্যার হুমকী দিয়ে আসছে। সে বিভিন্ন লোকজন নিয়ে আমাকে হত্যা করে লাশ গুম করার হুমকী দেয়।
তিনি অভিযোগ করেন আমার ভাই আকবর হোসেন, আমার ১০ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে খুবই অশ্লীল ভাষায় কথা বার্তা বলে এতে আমি সামাজিকভাবেও হেয়প্রতিপন্ন হয়।
তিনি বলেন, আমি অত্যাচারি আকবর ও তার পরিবারের হাত থেকে স্ত্রী সন্তানদের নিয়ে সুস্থ্য ও স্বাভাবিবভাকে বাঁচতে চাই।