১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শবাহী সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেল ৫টায় চাঁদপুর প্রেসকাব ভবনস্থ এলিট চাইনিজ এন্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সিনিয়র প্রেসিডিয়াম সদস্য পীরে তরীকত আল্লামা আবু সুফিয়ান খান আল কাদেরী।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আবু জাফর মোঃ মাইনুদ্দিন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর জেলা উপদেষ্টা অধক্ষ্য আ. ন. ম মুহিব্বুল্লাহ, অ্যাডভোকেট সেলিম আকবর।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মুফতী রফিকুল ইসলাম আল কাদেরী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার-সহ-সভাপতি পীরজাদা মুফতী নূর মোঃ আরিফুর রহমান, আল্লামা শফিউল আজম,সদর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি মাওলানা মোঃ মাহফুজুল্লাহ খান ইউসুফী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ নুর আলম ফরাজী, সহ বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, মদিনায় ইসলামের সমৃদ্ধি ও গণজাগরণে ভীত হয়ে কাফিররা প্রতিহিংসাপরায়ণ হয়ে রহমত, মাগফিরাত ও নাজাতের পবিত্র মাসে এ যুদ্ধে লিপ্ত হয়। মহান বদর যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, এ দিবসকে ইয়াওমুল ফোরকান তথা হক ও বাতিলের পার্থক্য করার দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। সেদিন ঈমানী চেতনায় স্বল্প সংখ্যক মুহাজিদ বাহিনী বিপুল সংখ্যক প্রশিক্ষিত কাফির সৈন্য বাহিনীকে পরাস্ত করে ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন। প্রিয় নবীর সাহাবাগণের মধ্যে যে নবী প্রেম ছিলো সে প্রেম আমাদের মধ্যে জাগ্রত হলেই আমরা আবার সেই গৌরব ফিরে পাবো।
কিশোরের লাশকে ক্ষতবিক্ষত করে জ্বালিয়ে ভস্মীভূত করে উল্লাস করছে। বোমা মেরে ঘরবাড়ি ছাড়া করছে ফিলিস্তিনী মুসলিম জনগোষ্ঠীকে। শতাব্দীকালের এ বিষয় ফোঁড়া ইসরাইল আর কতোদিন মুসলমান অসহায় নারী ও শিশুর রক্ত ঝরাবে?
বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় আরো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মিলাদ ও কিয়াম পরিচালনা মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নাতে রাসুল পরিবেশনা করেন, মোঃ জহিরুল ইসলাম, কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ শাহাদাত হোসেন জাহিদ।