নিজস্ব প্রতিনিধি:
মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ওষধ পাওয়ায় চাঁদপুরের হাজীগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাকিলা বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তিনি বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিকেলে বাকিলা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা না থাকায় বিসমিল্লাহ হোটেলকে ৩ হাজার টাকা, বেকারি পণ্যে মূল্য না দেয়ায় এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের দায়ে শাহজালাল বেকারিকে ১০ হাজার টাকা। মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় আরমান ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সযোগিতায় ছিলেন। ভোক্তার অধিকার নিশ্চিত করতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 

























আমারা অভিযানের সময় পাশে ছিলাম