হাজীগঞ্জের বাকিলা উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়ক ও নৈশ প্রহরী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ুদ্র নৃ-গোষ্ঠি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. অসীম কুমার দাসের দিক-নির্দেশনায় স্বচ্ছতা ও নিরপেক্ষ এবং যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগের লক্ষ্যে শনিবার (২৪ ডিসেম্বর) বিদ্যালয়ের শ্রেণিকক্ষে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় জানা গেছে, একজন করে কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়ক ও নৈশ প্রহরী পদে নিয়োগে জন্য এদিন লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কম্পিউটার ল্যাব অপারেটর পদে ৫ জন, অফিস সহায়ক পদে ১০ জন ও নৈশ প্রহরী পদে ৩ জন লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করে এবং এদিন ডিজির প্রতিনিধিসহ নিয়োগ সংশ্লিষ্টদের উপস্থিতিতে পরীক্ষা সম্পন্ন এবং উত্তীর্ণদের ফলাফল সম্পন্ন করা হয়।
এ সময় ডিজির প্রতিনিধি হিসাবে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। এদিকে নিয়োগ পরিক্ষা পরিদর্শন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. হোসেন মোল্লা লিটন ও তাহেরা বেগম. প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক অমর কৃষ্ণ শীলসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য।