মোঃ হাবিবুর রহমান ভুঁইয়া:
শাহরাস্তি উপজেলায় ফিটনেস বিহীন পিকাপের ধাক্কায় এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বেরনাইয়া গ্রামের হাজী বাড়ির সামনে ৯ জানুয়ারী সোমবার বিকাল ৪ ঘটিকার সময় ঘটনাটি ঘটে।
সরজমিনে গিয়ে জানা যায় যে, বেরনাইয়া বাজারের দক্ষিণ দিক থেকে আসা পিকাপের সাথে ধাক্কা লেগে ঘটনার স্হলেই বেরনাইয়া হাজী বাড়ির শরিফুল ইসলাম এর ছেলে দ্বীন মোহাম্মদ (৪) নিহত হয়।
উপস্থিত লোকজন জানান, পিকাপটি খুব স্পিটে থাকায় ঘটনার স্হলে গাড়ি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় নি চালকের।
পিকাপ এর মালিক উঘারিয়া গ্রামের আব্দুল হান্নান ও চালক একই গ্রামের সোওরাব হোসেন। গাড়িটির রেজিষ্ট্রেশন নম্বর (ফেনী-ন ১১-০৫৭৪)।
ঘটনার স্থলটি শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শহীদ হোসেন পরিদর্শন করেন ও নিউজটি লেখা পর্যন্ত কোন মামলা রেকর্ড করা হয়নি।
Reporter Name 

























