চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের চেকপোস্ট এড়াতে ৭০ কেজি গাঁজাসহ প্রাইভেট কার রেখে পালিয়েছে মাদক কারবারিরা। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার মেহের স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটেছে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন, উপ-পরিদর্শক মোঃ জুলফিকার আলী, মোঃ আবু তাহের ফোর্সসহ গাড়িটি তল্লাশি করে ৭০ কেজি গাঁজা জব্দ করেন।
আরো পড়ুনএবার শাহরাস্তিতে প্রাইভেটকারে মিললো ৫০ কেজি গাঁজা
ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, মুক্তিযোদ্ধা স্টীকার লাগানো সাদা রঙের একটি প্রাইভেট কার (ঢাকা মেট্টো ভ ১১-১৪০৫) পুলিশের চেকপোস্ট এড়াতে সংযোগ সড়কে ঢুকে পড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা মাদক কারবারিরা সটকে পড়ে।
বিজ্ঞাপন
চলতি মাসের প্রথমে উপজেলার কালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেট কার ও ৫০ কেজি গাঁজাসহ পিরোজপুরের শুভ নামের এক যুবককে গ্রেফতার করে।
 
																			 Reporter Name
																Reporter Name								 






















