চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির- ১ এর সদর দপ্তরে ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতি বোর্ড সহ-সভাপতি নাসরীন সুলতানার সভাপতিত্বে বৃহস্পতিবার (১৯) দিনব্যাপী এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ও সমিতির বোর্ড গঠন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মোহাং সেলিম উদ্দিনের পক্ষে বাণী পাঠ করেন পল্লী বিদ্যুৎ বিদ্যুতান বোর্ডের মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালনের (প‚র্বাঞ্চল) উপ-পরিচালক (কারিগরী) মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন, সমিতির বোর্ড সচিব মো. মাসুদুল গনি।
জেনারেল ম্যানেজারের প্রতিবেদন পাঠ করেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ১ এর জেনারেল ম্যানেজার মো. আতিকুজ্জামান চৌধুরী, আয় ব্যয়ের হিসাব (কোষাধ্যক্ষের প্রতিবেদন) পাঠ করেন, কোষাধ্যক্ষ খোদেজা আক্তার।
২০২২ সালের আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সেচ ও দাতব্য প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্ছ বিল প্রদানকারীদের মধ্যে লটারীর মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়াও সমিতির নিয়মিত বিল পরিশোধকারী উপস্থিত গ্রাহকদের (রেজিষ্ট্রেশনের ভিত্তিতে) লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
এসময় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক মোহাম্মদ মাইন উদ্দিন মিয়াজী, মাসউদুল গনি, মোহাম্মদ মাহবুব হাসান, মো. জসিম উদ্দিন মজুমদার, পারভীন আক্তার, ডিজিএম (কচুয়া জোনাল) মো. বেলায়েত হোসেন, ডিজিএম (কারিগরি) মো. ওমর আলী, ডিজিএম (শাহরাস্তি জোনাল) মোবারক হোসেন সরকার, এজিএম প্রশাসন মো. আশাদুল আজম, এজিএম (ওএন্ডএম) মো. ফারুক, এজিএম (অর্থ) রাজন পালসহ অন্যান্য অতিথিবৃন্দ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।