ঢাকা 9:00 am, Wednesday, 3 September 2025

১৬ মার্চ দ্বাদশগ্রাম ইউনিয়নের নির্বাচন, ইভিএম-এ ভোট গ্রহণ

  • Reporter Name
  • Update Time : 06:48:50 pm, Thursday, 26 January 2023
  • 26 Time View

মোহাম্মদ হাবীব উল্যাহ্:

হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামি ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। সোমবার (২৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিন দেশের ৪৬ উপজেলার ১০২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রæয়ারি, মনোনয়ন বাছাই ২০ ফেব্রæয়ারি, আপিল দায়েরের শেষ তারিখ ২৩ ফেব্রæয়ারি, আপিল নিষ্পত্তি ২৬ ফেব্রæয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রæয়ারি, প্রতীক বরাদ্দ ২৮ ফেব্রæয়ারি এবং ১৬ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে ২০১৮ সালের ১৫ মে দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৩৮৩০ ভোট পেয়ে ইউনিয়নের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী খোরশেদ আলম বকাউল। তার সাথে প্রতিদ্ব›দ্বীতা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম বাবুল। তিনি পেয়েছিলেন ১৭৩৬ ভোট।

যদিও অনিয়মের অভিযোগ এনে নির্বাচনে নিজ প্রার্থীতা প্রত্যাহার করে নেন বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম বাবুল। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসাবে বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়া (খোকন) বিএসসি আনারস প্রতীকে পেয়েছিলেন ১৫৫৫ ভোট ও ফারুক তালুকদার ঘোড়া প্রতীকে পেয়েছিলেন ৩৮১ ভোট।

এ দিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। কারা হচ্ছেন প্রার্থী, কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন, বিএনপি কি নির্বাচনে অংশগ্রহণ করবে ? তবে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম বকাউলসহ বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়া খোকন বিএসসি ও মো. নূরে আলম রিন্টু দলীয় মনোনয়ন চাইবেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কেউ প্রার্থীতা ঘোষণা দেন নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেয়াদ ছাড়া রসমালাই, রং মিশিয়ে ঘি তৈরি করায় জরিমানা

১৬ মার্চ দ্বাদশগ্রাম ইউনিয়নের নির্বাচন, ইভিএম-এ ভোট গ্রহণ

Update Time : 06:48:50 pm, Thursday, 26 January 2023

মোহাম্মদ হাবীব উল্যাহ্:

হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামি ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। সোমবার (২৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিন দেশের ৪৬ উপজেলার ১০২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রæয়ারি, মনোনয়ন বাছাই ২০ ফেব্রæয়ারি, আপিল দায়েরের শেষ তারিখ ২৩ ফেব্রæয়ারি, আপিল নিষ্পত্তি ২৬ ফেব্রæয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রæয়ারি, প্রতীক বরাদ্দ ২৮ ফেব্রæয়ারি এবং ১৬ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে ২০১৮ সালের ১৫ মে দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৩৮৩০ ভোট পেয়ে ইউনিয়নের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী খোরশেদ আলম বকাউল। তার সাথে প্রতিদ্ব›দ্বীতা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম বাবুল। তিনি পেয়েছিলেন ১৭৩৬ ভোট।

যদিও অনিয়মের অভিযোগ এনে নির্বাচনে নিজ প্রার্থীতা প্রত্যাহার করে নেন বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম বাবুল। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসাবে বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়া (খোকন) বিএসসি আনারস প্রতীকে পেয়েছিলেন ১৫৫৫ ভোট ও ফারুক তালুকদার ঘোড়া প্রতীকে পেয়েছিলেন ৩৮১ ভোট।

এ দিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। কারা হচ্ছেন প্রার্থী, কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন, বিএনপি কি নির্বাচনে অংশগ্রহণ করবে ? তবে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম বকাউলসহ বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়া খোকন বিএসসি ও মো. নূরে আলম রিন্টু দলীয় মনোনয়ন চাইবেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কেউ প্রার্থীতা ঘোষণা দেন নি।