ঢাকা 12:57 am, Monday, 23 June 2025

হাজীগঞ্জে এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৪৬৮জন, পাশের হার ৯৫.৯৬%

  • Reporter Name
  • Update Time : 10:41:23 pm, Wednesday, 8 February 2023
  • 4 Time View

মোহাম্মদ উল্যাহ বুলবুল:

হাজীগঞ্জে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৪৬৮জন\ পাশের হার ৯৫.৯৬%। শতভাগ পাশ করেছে কাকৈরতলা জনতা কলেজ। সেখান থেকে ১৪২জন পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে ৩৪জন, এ পেয়েছে ৮৫জন, এ মাইনাস পেয়েছে ১৯জন, বি পেয়েছে ৪জন।

সর্বোচ্চ জিপিএ ৫ পেয়েছে হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ থেকে ৩১১জন। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছে ১০৪৬জন। পাশ করেছে ১০৩২জন। পাশের হার ৯৮.৬৬। এ পেয়েছে ৫৮৭জন, এ মাইনাস পেয়েছে ১১২জন, বি পেয়েছে ১৯জন, সি ৩জন।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে মোট পরীক্ষা দিয়েছে ৬১০জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৯৫ জন। পাশের ৯০.৯৮ শতাংস। এ পেয়েছে ২৭০জন, এ মাইনাস পেয়েছে ১২৭জন, বি পেয়েছে ৫৪জন, সি ৯জন।

নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ১৬৭জন। জিপিএ ৫ পেয়েছে ১০ জন। পাশের ৯৭ শতাংস। এ পেয়েছে ৬৭জন, এ মাইনাস পেয়েছে ৬১জন, বি পেয়েছে ২০জন, সি ৪জন।

বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ৬৫জন। জিপিএ ৫ পেয়েছে ২ জন। পাশের ৮৯.২৩ শতাংস। এ পেয়েছে ১৪জন, এ মাইনাস পেয়েছে ১৯জন, বি পেয়েছে ১৮জন, সি ৫জন।

দেশগাঁও ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ৮৪জন। জিপিএ ৫ পেয়েছে ৬ জন। পাশের ৯৭.৬২ শতাংস। এ পেয়েছে ৬০জন, এ মাইনাস পেয়েছে ১৩জন, বি পেয়েছে ০২জন।

ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ১৫০জন। জিপিএ ৫ পেয়েছে ২ জন। পাশের ৯৬ শতাংস। এ পেয়েছে ৮৪জন, এ মাইনাস পেয়েছে ৪৬জন, বি পেয়েছে ১২জন, সি ১জন।

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ১৩০জন। জিপিএ ৫ পেয়েছে ৭জন। পাশের ৯৩.৮৫ শতাংস। এ পেয়েছে ৬৪জন, এ মাইনাস পেয়েছে ৩৪জন, বি পেয়েছে ১৪জন, সি ৩জন।

হাজীগঞ্জ কমার্স কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ৩০জন। জিপিএ ৫ পেয়েছে ১জন। পাশের ৯৬.৬৭ শতাংস। এ পেয়েছে ১৪জন, এ মাইনাস পেয়েছে ৭জন, বি পেয়েছে ৬জন, সি ১জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

করোনায় সারাদেশে ৫ জনের মৃত্যু

হাজীগঞ্জে এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৪৬৮জন, পাশের হার ৯৫.৯৬%

Update Time : 10:41:23 pm, Wednesday, 8 February 2023

মোহাম্মদ উল্যাহ বুলবুল:

হাজীগঞ্জে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৪৬৮জন\ পাশের হার ৯৫.৯৬%। শতভাগ পাশ করেছে কাকৈরতলা জনতা কলেজ। সেখান থেকে ১৪২জন পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে ৩৪জন, এ পেয়েছে ৮৫জন, এ মাইনাস পেয়েছে ১৯জন, বি পেয়েছে ৪জন।

সর্বোচ্চ জিপিএ ৫ পেয়েছে হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ থেকে ৩১১জন। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছে ১০৪৬জন। পাশ করেছে ১০৩২জন। পাশের হার ৯৮.৬৬। এ পেয়েছে ৫৮৭জন, এ মাইনাস পেয়েছে ১১২জন, বি পেয়েছে ১৯জন, সি ৩জন।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে মোট পরীক্ষা দিয়েছে ৬১০জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৯৫ জন। পাশের ৯০.৯৮ শতাংস। এ পেয়েছে ২৭০জন, এ মাইনাস পেয়েছে ১২৭জন, বি পেয়েছে ৫৪জন, সি ৯জন।

নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ১৬৭জন। জিপিএ ৫ পেয়েছে ১০ জন। পাশের ৯৭ শতাংস। এ পেয়েছে ৬৭জন, এ মাইনাস পেয়েছে ৬১জন, বি পেয়েছে ২০জন, সি ৪জন।

বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ৬৫জন। জিপিএ ৫ পেয়েছে ২ জন। পাশের ৮৯.২৩ শতাংস। এ পেয়েছে ১৪জন, এ মাইনাস পেয়েছে ১৯জন, বি পেয়েছে ১৮জন, সি ৫জন।

দেশগাঁও ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ৮৪জন। জিপিএ ৫ পেয়েছে ৬ জন। পাশের ৯৭.৬২ শতাংস। এ পেয়েছে ৬০জন, এ মাইনাস পেয়েছে ১৩জন, বি পেয়েছে ০২জন।

ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ১৫০জন। জিপিএ ৫ পেয়েছে ২ জন। পাশের ৯৬ শতাংস। এ পেয়েছে ৮৪জন, এ মাইনাস পেয়েছে ৪৬জন, বি পেয়েছে ১২জন, সি ১জন।

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ১৩০জন। জিপিএ ৫ পেয়েছে ৭জন। পাশের ৯৩.৮৫ শতাংস। এ পেয়েছে ৬৪জন, এ মাইনাস পেয়েছে ৩৪জন, বি পেয়েছে ১৪জন, সি ৩জন।

হাজীগঞ্জ কমার্স কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ৩০জন। জিপিএ ৫ পেয়েছে ১জন। পাশের ৯৬.৬৭ শতাংস। এ পেয়েছে ১৪জন, এ মাইনাস পেয়েছে ৭জন, বি পেয়েছে ৬জন, সি ১জন।