• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কোটা আন্দোলনকে পুঁজি করে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের প্রতিহতের আহ্বান প্রধানমন্ত্রীর সহিংসতার ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে ছবি-ফাইল আদান-প্রদান নাশকতাকারী যেই হোক, ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ঢাকাসহ বিভিন্ন জেলায় এ পর্যন্ত ১৯৭ জনের মৃত্যু আজ রাতেই সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু : পলক চট্টগ্রামে বাসে আগুন দিতে লেগুনা চালকের সাথে শ্রমিক লীগ নেতার চুক্তি হাজীগঞ্জে দুইটি গাড়ি পুড়িয়েছে দুর্বৃত্তরা : মৃত্যুশয্যায় হেলপার

১৬ মার্চ হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন॥ চলছে প্রার্থীদের গণসংযোগ

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩

মহিউদ্দিন আল আজাদ॥
আগামী ১৬ ডিসেম্বর হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। গত ২৩ জানুয়ারী নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত রয়েছে।

আগামী ১৬ মার্চ দ্বাদশগ্রাম ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চেয়ারম্যান পদে মিজানুর রহমান কমল ইছাপুরা গ্রামে ও আনোয়ারুল ইসলাম বাবুল চেঙ্গাতলী বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

মিজানুর রহমান কমলের সাথে গণসংযোগকালে উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম, কামরুজ্জামান মানিক, মোহাম্মদ আখতার হোসেন, আলামিন খান, মোহাম্মদ বশির মিজি, মোজাম্মেল হক প্রধানিয়া, সায়েম, রিজন হোসেন. মেহেদি হাসান, রবিউল আহমেদ, রিয়াদ মজুমদার, তৌহিদ মিজি, মেহেদী হাসান প্রমূখ।

অপরদিকে আনোয়ারুল ইসলাম বাবুলের সাথে গণসযোগকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জামাল প্রধানিয়া, শফিক প্রধানিয়া, সোহাগ, শাজাহান কাজী, যুবদলনেতা সজীব পাটোয়ারী, রাসেল বকাউল, মোজাম্মেল বকাউল, বোরহান কাজী, ছাত্রদলনেতা আলম, আহসান, মাসুদ, আলম, মাহবুব, সাগর, মহিনউদ্দিন, পারভেজ, রবিউল, রাকিব কাজী, জিলানী মিয়াজী, মুন্না পাটোয়ারী প্রমূখ।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি, যাছাই-বাছাই ২০ ফেব্রুয়ারি, আপিল দায়েরের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৬ ফেব্রুুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৮ ফেব্রুয়ারি এবং ১৬ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে ২০১৮ সালের ১৫ মে দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৩৮৩০ ভোট পেয়ে ইউনিয়নের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী খোরশেদ আলম বকাউল। তার সাথে প্রতিদ্বন্দ্বীতা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম বাবুল। তিনি পেয়েছিলেন ১৭৩৬ ভোট।

যদিও অনিয়মের অভিযোগ এনে নির্বাচনে নিজ প্রার্থীতা প্রত্যাহার করে নেন বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম বাবুল। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসাবে বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়া (খোকন) বিএসসি আনারস প্রতীকে পেয়েছিলেন ১৫৫৫ ভোট ও ফারুক তালুকদার ঘোড়া প্রতীকে পেয়েছিলেন ৩৮১ ভোট।

এ দিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। কারা হচ্ছেন প্রার্থী, কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন, বিএনপি কি নির্বাচনে অংশগ্রহণ করবে? তবে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম বকাউলসহ আওয়ামী লীগ নেতা আবু তাহের প্রধানীয়া, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়া খোকন বিএসসি ও মো. নূরে আলম রিন্টু দলীয় মনোনয়ন চাইবেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ইতিমধ্যে তারা গণসংযোগ শুরু করেছে। বিএনপি থেকে কারো নাম শুনা না গেলেও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম বাবুল নির্বাচন করতে পারে। এছাড়াও স্বতন্ত্র নির্বাচন করবেন মিজানুর রহমান কমলসহ একাধীক প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১