মোহাম্মদ হাবীব উল্যাহ্:
চাঁদপুরের হাজীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী শুরুতেই সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ভুঁইয়ার উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথিদের বক্তব্য শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। এছাড়াও এদিন বাদ যোহর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে মসজিদে মিলাদ, দোয়া ও মোনাজাত এবং মন্দিরে প্রার্থনা করা হয়।