হাজীগঞ্জের ১১টি কাব স্কাউট ইউনিটে উৎসাহ উপকরণ বিতরণ করা হয়েছে। প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে, বাংলাদেশ স্কাউটস এর কাবিং সম্প্রসারণ প্রকল্পের আওতায় রোববার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনাতয়নে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসাহ উপকরণ বিতরণ করা হয়।
বাংলাদেশ স্কাউটস, হাজীগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা মো. মনিরুল ইসলাম পাটওয়ারী ও মো. শাহজাহান।
উপজেলা কাব লিডার মুহাম্মদ কামাল হোসেন চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, স্কাউটের উপজেলা সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মো. সফিকুর রহমান, জেলা যুগ্ম সম্পাদক মো. মাসুদ হোসেন, গ্রুপ কমিটির সভাপতি শিরিনা শামীম, তুহিন হায়দার, রাবেয়া আক্তারসহ অন্যান্য ইউনিট লিডারবৃন্দ।
বক্তব্য শেষে উপজেলার ১১০টি স্কাউট ইউনিটের সদস্যদের মাঝে উৎসাহ উপকরণ বিতরণ করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ। এসময় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, মো. আনিসুর রহমানসহ স্কাউটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।