চাঁদপুরের হাজীগঞ্জে ট্রেনে নাশতার প্রস্তুতিকালে মোজাম্মেল হোসেন (৫৫) নামের একজনকে আটক করেছে আনসার সদস্যরা। শুক্রবার (২২ ডিসেম্বর) রাত পৌনে ১২ টার সময় হাজীগঞ্জ রেলস্টেশন এলাকায় নিরাপত্তা টহলেল সময় তাকে আটক করা হয়। তিনি উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের অলিপুর গ্রামের আব্দুল রশিদের ছেলে।
জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল সংবাদকর্মীদের জানান, মোজাম্মেল নামের মধ্য বয়সের লোকটির পকেটে বেশ কিছু রেল লাইনের পাথর, লাইট, গ্যাস লাইট পাওয়া যায়। সে ২৬ টি স্থানে রেললাইলের উপরে বড় সাইজের পাথর রেখে পালাচ্ছিলো। তখন তাকে হাতানাতে আটক করা হয়।
তিনি আরও জানান, হাজীগঞ্জ ব্রিজের কাছে রেল লাইনের উপরে একটি গাছ ফেলানো অবস্থায় পাওয়া যায়। সেটা অপসারণ করা হয়েছে। তবে এটা কে ফেলেছে সেটা এখনো জানা যায়নি। আমাদের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে। রেল পথের প্রতিটি স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।