ঢাকা 10:52 pm, Wednesday, 23 July 2025

শাহরাস্তিতে ভিক্ষুককে ধর্ষণ করে, ভিক্ষার টাকা কেড়ে নিলো ধর্ষণকারীরা। আটক-২

  • Reporter Name
  • Update Time : 11:01:05 pm, Sunday, 14 January 2024
  • 16 Time View
মো. হাবিবুর রহমান ভূঁইয়া :
শাহরাস্তিতে গণধর্ষণের শিকার এক মহিলা থানায় অভিযোগ দিয়েছেন। এই অভিযোগে ২ আসামী গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগের আলোকে জানা যায়, কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চান্দিয়াপাড়া গ্রামের( রহির বাড়ী) আলী আহমদ এর মেয়ে( ৪০) ১৩ জানুয়ারী শনিবার শাহারাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া বাজারে ভিক্ষা শেষে বাড়ি ফেরার পথে শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের রঘুরামপুর নামক স্থানে সন্ধ্যা প্রায় ৬:২০ মিনিটের দিকে ব্রিজের উপর পৌঁছিলে বিল্লাল, বেলায়েত, আব্দুল কাদির, ও ইমাম হোসেন আমাকে অটো রিক্সা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে রঘুরামপুর গ্রামের আরিফুল্লাহ পাটোয়ারী বাড়ীর শাহ আলমের নির্মাণাধীন একতলা বিল্ডিং এর ভিতর নিয়ে বিল্লাল বেলায়ত ও কাদের পালাক্রমে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। আসামি ইমাম হোসেন অন্যান্য আসামীদের সহায়তা করে আমি বাধা দিলে বর্ণিত আসামিরা আমার সাথে দস্তা দস্তি করে আমার ডান স্তনে নখ দিয়ে আঁচড় দেয় এবং বাম চোখের নিচে থেতলানো রক্তাক্ত জখম সহ শরীরের বিভিন্ন স্থানে কি ঘুসি দিয়ে নীলা ফুলা জখম করে তার ডাক চিৎকার লোকজন ছুটে এসে থানার খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে শাহরাস্তি হাসপাতালে নিয়ে ভর্তি করায়। শাহারাস্তি থানার পুলিশ অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতার কৃতরা হচ্ছেন মোঃ বিলাল হোসেন (২৮) পিতামৃত আব্দুর রব, ইমাম হোসেন মিয়াজী( ২১)পিতা আবুল হোসেন উভয় সাং যাদবপুর শাহারাস্তি চাঁদপুর। এ ব্যাপারে শাহারাস্তি থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করা হয়েছে, শাহারাস্তি থানার মামলা নং ০৮তাং১৪/০১/২৪ইং
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শাহরাস্তিতে ভিক্ষুককে ধর্ষণ করে, ভিক্ষার টাকা কেড়ে নিলো ধর্ষণকারীরা। আটক-২

Update Time : 11:01:05 pm, Sunday, 14 January 2024
মো. হাবিবুর রহমান ভূঁইয়া :
শাহরাস্তিতে গণধর্ষণের শিকার এক মহিলা থানায় অভিযোগ দিয়েছেন। এই অভিযোগে ২ আসামী গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগের আলোকে জানা যায়, কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চান্দিয়াপাড়া গ্রামের( রহির বাড়ী) আলী আহমদ এর মেয়ে( ৪০) ১৩ জানুয়ারী শনিবার শাহারাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া বাজারে ভিক্ষা শেষে বাড়ি ফেরার পথে শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের রঘুরামপুর নামক স্থানে সন্ধ্যা প্রায় ৬:২০ মিনিটের দিকে ব্রিজের উপর পৌঁছিলে বিল্লাল, বেলায়েত, আব্দুল কাদির, ও ইমাম হোসেন আমাকে অটো রিক্সা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে রঘুরামপুর গ্রামের আরিফুল্লাহ পাটোয়ারী বাড়ীর শাহ আলমের নির্মাণাধীন একতলা বিল্ডিং এর ভিতর নিয়ে বিল্লাল বেলায়ত ও কাদের পালাক্রমে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। আসামি ইমাম হোসেন অন্যান্য আসামীদের সহায়তা করে আমি বাধা দিলে বর্ণিত আসামিরা আমার সাথে দস্তা দস্তি করে আমার ডান স্তনে নখ দিয়ে আঁচড় দেয় এবং বাম চোখের নিচে থেতলানো রক্তাক্ত জখম সহ শরীরের বিভিন্ন স্থানে কি ঘুসি দিয়ে নীলা ফুলা জখম করে তার ডাক চিৎকার লোকজন ছুটে এসে থানার খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে শাহরাস্তি হাসপাতালে নিয়ে ভর্তি করায়। শাহারাস্তি থানার পুলিশ অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতার কৃতরা হচ্ছেন মোঃ বিলাল হোসেন (২৮) পিতামৃত আব্দুর রব, ইমাম হোসেন মিয়াজী( ২১)পিতা আবুল হোসেন উভয় সাং যাদবপুর শাহারাস্তি চাঁদপুর। এ ব্যাপারে শাহারাস্তি থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করা হয়েছে, শাহারাস্তি থানার মামলা নং ০৮তাং১৪/০১/২৪ইং