চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীর পশ্চিমে মাঝেরচর থেকে অভিযান চালিয়ে অবৈধভাবে ফসলে জমি থেকে মাটি উত্তোলনের সময় একটি এক্সকেভেটর, একটি বাল্কহেড ও একটি পল্টুন জব্দ’সহ ১১ জনকে আটক করেছে চাঁদপুর কোস্ট গার্ড।
রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরভৈরবী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার ( ১২ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে অভিযানে আটকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
তিনি জানান, চরাঞ্চলে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ১১ জনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং জব্দকৃত এক্সকেভেটর, পন্টুন ও বাল্কহেড চাঁদপুর কোস্ট গার্ডের হেফাজতে হয়েছে।