মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
বিজ্ঞান অলিম্পিয়াডের জুনিয়র গ্রুপে জাতীয় পর্যায়ে দ্বিতীয় হলেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মো. নুরুজ্জামান খাঁন। মঙ্গলবার (১১ জুন) রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় সে দ্বিতীয় স্থান অর্জন করে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও জাদুঘরের আয়োজনে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ দিকে শিক্ষার্থী মো. নুরুজ্জামান খাঁন বিজ্ঞান অলিম্পিয়াডের জুনিয়র গ্রুপে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করায় তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পক্ষে সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজমসহ সকল শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, অধ্যক্ষ মো. আবু ছাইদ পবিত্র হজ¦ পালনের উদ্দেশ্যে সৌদিআরবে রয়েছেন।
এর আগে গত মে মাসে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার ‘বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ’ বিষয়ে ‘খ’ গ্রুপে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শেখ নুরজাহান আক্তার।