ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার প্রশংসা করলেন জয়

  • Reporter Name
  • Update Time : ০৭:০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • ১২০ Time View

ছবি-সংগৃহিত।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রশংসা করে রয়টার্সকে সাক্ষাতকার দিয়েছেন জয়। তিনি গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

শুক্রবার (৯ আগস্ট) রাতে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে তিনি রয়টার্সের সঙ্গে কথা বলেন।

সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রশংসা করেন সজীব ওয়াজেদ জয়। খালেদা জিয়া তার বক্তব্যে সব ধরনের শত্রুতা বা প্রতিশোধপরায়ণতা ভুলে যাওয়ার যে আহ্বান জানিয়েছেন, তিনি সেটির প্রশংসা করেছেন।

জয় বলেন, খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন, যা হওয়ার হয়ে গেছে, সেগুলো মনে রাখার প্রয়োজন নেই। তার এমন বক্তব্যে তিনি খুশি। জয় নিজেও অতীত ভুলে যাওয়ার বার্তা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ না করে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সেটি ঐকমত্যের সরকার হোক বা না হোক।
খালেদা জিয়ার বক্তব্যের প্রশংসা করলেন জয়

গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করার ইচ্ছাপোষণ করে জয় বলেন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করতে চান তারা।

জয় আরও বলেন, রাজনীতি ও আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে তিনি মনে করেন। নানা ইস্যুতে তর্ক হতে পারে। কোনো বিষয়ে একমত না হওয়ার কথা জানিয়ে, ভিন্নমত পোষণের অধিকারের প্রতি তাদের একমত থাকতে হবে। আর সবসময়ই আপস করার উপায়ও খুঁজে বের করার কথা বলেন তিনি।

রয়টার্সের সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ বলেছেন, শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগই করেননি। সে সময়টুকু পাননি তিনি। তিনি বলেন, তার মা দেশবাসীর উদ্দেশে একটি বিবৃতি দিয়ে তারপর পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু এ সময়ে আন্দোলকারীরা গণভবনের উদ্দেশে রওনা দেয়। তিনি ব্যাগ গোছানোর সময়টুকুও পাননি।

তবে জয় এমন দাবি করলেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভিন্ন কথা বলেছেন। গত সোমবার শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতের পথে সামরিক হেলিকপ্টারে করে রওয়ানা দেওয়ার কিছুক্ষণ পরই সেনাপ্রধান গণমাধ্যমের সামনে কথা বলেন। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাংবাদিক হাসান মাহমুদ গুরুতর আহত

খালেদা জিয়ার প্রশংসা করলেন জয়

Update Time : ০৭:০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রশংসা করে রয়টার্সকে সাক্ষাতকার দিয়েছেন জয়। তিনি গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

শুক্রবার (৯ আগস্ট) রাতে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে তিনি রয়টার্সের সঙ্গে কথা বলেন।

সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রশংসা করেন সজীব ওয়াজেদ জয়। খালেদা জিয়া তার বক্তব্যে সব ধরনের শত্রুতা বা প্রতিশোধপরায়ণতা ভুলে যাওয়ার যে আহ্বান জানিয়েছেন, তিনি সেটির প্রশংসা করেছেন।

জয় বলেন, খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন, যা হওয়ার হয়ে গেছে, সেগুলো মনে রাখার প্রয়োজন নেই। তার এমন বক্তব্যে তিনি খুশি। জয় নিজেও অতীত ভুলে যাওয়ার বার্তা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ না করে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সেটি ঐকমত্যের সরকার হোক বা না হোক।
খালেদা জিয়ার বক্তব্যের প্রশংসা করলেন জয়

গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করার ইচ্ছাপোষণ করে জয় বলেন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করতে চান তারা।

জয় আরও বলেন, রাজনীতি ও আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে তিনি মনে করেন। নানা ইস্যুতে তর্ক হতে পারে। কোনো বিষয়ে একমত না হওয়ার কথা জানিয়ে, ভিন্নমত পোষণের অধিকারের প্রতি তাদের একমত থাকতে হবে। আর সবসময়ই আপস করার উপায়ও খুঁজে বের করার কথা বলেন তিনি।

রয়টার্সের সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ বলেছেন, শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগই করেননি। সে সময়টুকু পাননি তিনি। তিনি বলেন, তার মা দেশবাসীর উদ্দেশে একটি বিবৃতি দিয়ে তারপর পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু এ সময়ে আন্দোলকারীরা গণভবনের উদ্দেশে রওনা দেয়। তিনি ব্যাগ গোছানোর সময়টুকুও পাননি।

তবে জয় এমন দাবি করলেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভিন্ন কথা বলেছেন। গত সোমবার শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতের পথে সামরিক হেলিকপ্টারে করে রওয়ানা দেওয়ার কিছুক্ষণ পরই সেনাপ্রধান গণমাধ্যমের সামনে কথা বলেন। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন।