মহিউদ্দিন আল আজাদ:
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রদিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জে আন্তর্জাতিক দুনীতি দমন ও প্রতিরোধ দিবস করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার ই-সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভার পূর্বে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী প্রিন্স শাকিল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা সহকারি পল্লী উন্নয়ণ কর্মকর্র্তা আবদুল গণির পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপশীল।
বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহাল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌ. মাহবুব আফসার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্ট সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, বিএডিসি কর্মকর্তা মামুনুর রশিদ, একাডেমিক সুপার ভাইজার সুনির্মল দেউরী, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মনির হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ মনিরুল হক পাটওয়ারী আবদুল্লাহিস সাফি, কামরুল হাসান, শিরিন আকতার। আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুর্নীতির বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।