শিরোনাম:
হাজীগঞ্জে নবাগত ইউএনও’কে উপজেলা প্রকৌশলীর ফুলেল শুভেচ্ছা হাজীগঞ্জে হজ্জ্ব ফেরত তিন যাত্রীর সর্বস্ব লুট মতলব সুগন্ধিতে ট্রলি চাপায় বৃদ্ধার মৃত্যু আ.লীগ নেতাকে জামিন না দেওয়ায় আদালত বর্জন করলেন আইনজীবীরা ভারতে প’র্নো’গ্রা’ফি শুটিং’ করতে গিয়ে বাংলাদেশি তরুণী আটক শাহরাস্তির প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কচুয়ায় বিতারা নতুন প্রাথমিক বিদ্যালয়ে এক লক্ষ টাকা দিলেন নাজমুন নাহার বেবী সিরিয়ায় ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে হতাহত ৩৫ হাজীগঞ্জে আজাদ সরকার হত্যা মামলায় হাজী জসিম ২ দিনের রিমান্ডে হাজীগঞ্জে নবাগত ইউএনও’কে প্রাথমিক শিক্ষক সমিতি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

হাজীগঞ্জ-শাহরাস্তি-কচুয়ায় ডাকাত আতঙ্ক নির্ঘুম রাত

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

চাঁদপুরের তিন উপজেলায় রাতভর ডাকাত আতঙ্কে মসজিদে মসজিদে মাইকিং করা হয়েছে। তবে কোথাও ডাকাতির কোন তথ্য পাওয়া যায়নি। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর থেকে জেলার কচুয়া, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ডাকাত ঢুকেছে সবাইকে সর্তক করে মসজিদে মসজিদে মাইকিং করা হয়।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও সবাই গ্রামে ডাকাত ঢুকেছে বলে পোস্ট করেছে। তবে পুলিশ বলছে, সবই গুজব। কোথায় কখন ডাকাত ঢুকেছে সেটাও স্পষ্ট কেউ বলতে পারছেন না।

কচুয়া উপজেলার বাসিন্দা আরিফ হোসেন শান্ত জানান, শুধু ডাকাত ডাকাত কইতেছে কিন্তু কোন জায়গায় কোন ডাকাত ধরা পড়ে না। সব গুজব। শাহরাস্তি উপজেলা থেকে কেউ কেউ ফেসবুকে লিখেছেন, শাহরাস্তিতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আতঙ্কিত না হয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ। অপরিচিত কাউকে দেখলে অবগত করুন সংশ্লিষ্ট থানাকে।

ওই উপজেলার খিলাবাজার, বিজয়পুর, দেবকরা, মালোরা, নাহারা, পাথৈর, হোসেনপুর, গ্রামে মাইকিং করা হয়েছে।

এছাড়া হাজীগঞ্জ উপজেলার বলিয়া, বেলঘর, লাওকোরা, টংগীরপাড়, হাড়িয়াইন, হাটিলা, গন্ধর্ব্যপুর ও কচুয়া উপজেলার আকানিয়া-নাছিরপুরসহ একাধিক গ্রামের মসজিদগুলোতে মাইকিং করা হয়েছে। তবে মাইকিং করে মসজিদ কর্তৃপক্ষ পাশের গ্রামে ডাকাত ঢুকেছে, সবাই সর্তক থাকার আহ্বান জানান।

এদিকে সামাজিক যোগযোগ মাধ্যমে একজন দাবি করেন, কচুয়া উপজেলার সাচার হাতিরবন্দ গ্রামে মঙ্গলবার ডাকাতি হইছে। তাদের নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণ নিয়ে গেছে।

তবে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হালিম রাতেই তার ফেসবুকে লিখেছেন, কচুয়ায় কোথাও কোন ডাকাতির ঘটনার সংবাদ পাওয়া যায় নাই। তবে শীতকালে সবাই সতর্ক থাকবেন। এলাকায় নিজেরা পাহারার ব্যবস্থা করতে পারেন। কচুয়া থানা পুলিশ সব সময়ই পাশে আছে।

শাহরাস্তি মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, আমি নিজেসহ পুলিশের টহল দল রাস্তায় চিল । কিন্তু কোথাও ডাকাতি সংবাদের সত্যতা মেলেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭